Barasat 1, North Twenty Four Parganas | Sep 28, 2025
আজ মহাষষ্ঠী আলোয় ভরে উঠেছে চারিদিক, ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে দুর্গা মন্ডপের দাড় উদঘাটন হয়েছে, মন্ডবে মন্ডবে ভিড় জমছে মানুষের, কোথাও বনেদি বাড়ির পূজো কোথাও আবার থিমের পুজো, সবমিলিয়ে বলা যেতে পারে এই পুজো জুড়ে বাঙালির একটা আবেগ জড়িয়ে আছে।, আজ মহাষষ্ঠী উপলক্ষে অনেক পুজ মণ্ডবের দার উদঘাটন করা হয়েছে ঠিক সেই একইভাবে আজে উত্তর ২৪ পরগনা জেলার বারা