বৃহস্পতিবার দুপুরে পিংলা ব্লকের ৫ নং মালীগ্রাম গ্রাম পঞ্চায়েতের নয়া প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে উপস্থিত হলেন খড়্গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও।এছাড়াও ছিলেন পিংলার বিডিও লেপচা শেরপা ওয়াংচু, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সদস্য সেখ সবেরাতি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, বিশিষ্ট সমাজসেবী মানিক খাঁন,পূর্ত কর্মাধ্যক্ষ সেখ মাজারুল সহ অনান্যরা। এদিন মঞ্চ থেকে বাল্য বিবাহ নিয়ে সচেতনতার বার্তা দেন মহকুমাশাসক।