কালিয়াচকের জালালপুর এলাকায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শনিবার দুপুর প্রায় ১২টা নাগাদ জালালপুর স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি টোটো এবং এক বাইককে সজোরে ধাক্কা মারে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালুয়াচরা থেকে বাইকে চেপে ফাতেখানি হাই মাদ্রাসায় পরীক্ষা দিতে যাচ্ছিলেন এক স্কুল ছাত্রী। সেই সময় কালিয়াচকের দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানটি বাইকটিকে ধাক্কা মারলে ছিটকে পড়ে ছাত্রী ও বাইকচালক।