৬০ লিটার চোলাই মদ সহ তিনজনকে গ্রেপ্তার করল মঙ্গলকোট থানার পুলিশ। শুক্রবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সেলিম মির্জা, গৌতম চৌধুরী ও শ্যামাপদ চক্রবর্তী। তারমধ্যে সেলিমের বাড়ি ঝিলু গ্রামে এবং কল্যাণপুরের বাসিন্দা গৌতম। আর খতিয়ার গ্রামে বাড়ি শ্যামাপদ চক্রবর্তীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা প্লাস্টিকের জারে করে ওইসমস্ত মদ বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।