জলে তলিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম আনন্দ মৌরী। বাড়ি সিমলাপাল থানার দুবরাজপুর পঞ্চায়েত খয়েরগেড়িয়া গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ শনিবার দুপুরে পুজোর ফুল তুলতে গ্রামের পুকুরের ধারে গিয়েছিলেন। তখনই কোনও ভাবে জলে তলিয়ে যান। পরিবারের লোকজন পুকুরে ওই বৃদ্ধের দেহ ভাসতে দেখতে পেয়ে উদ্ধার করে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়।