শুক্রবার বৈকালে অর্থাৎ শুক্লো চতুর্দশীতে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত হরিসরা আদিবাসী পাড়ায় বস্ত্র বিতরণের আয়োজন করল ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজ অর্থাৎ শুক্রবার বৈকালে হরিসরা আদিবাসী পাড়ায় ৮ থেকে ৮০ কম বেশি সকলকেই এই বস্ত্র বিতরণ করা হলো। এদিন মূলত বিবাহিত মেয়েদের জন্য শাড়ি বয়স্ক পুরুষদের জন্য জামা অবিবাহিত মেয়েদের জন্য লেহেঙ্গা চুরিদার এছাড়াও বাচ্চাদেরও নতুন পোশাক ।