This browser does not support the video element.
ইটাহার: লাইন হোটেলে অবৈধভাবে বিদেশি মদ বিক্রির অভিযোগে বেকিডাঙা এলাকা থেকে গ্রেপ্তার ব্যক্তি
Itahar, Uttar Dinajpur | Aug 22, 2025
মাদক বিরোধী অভিযান ইটাহার থানার পুলিসের। লাইন হোটেলে অবৈধ ভাবে মদের ব্যবসা চালানোর অভিযোগে বেকিডাঙা থেকে গ্রেপ্তার এক ব্যক্তি। বাজেয়াপ্ত বিদেশি মদ। ধৃতকে শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ইটাহারের পুলিস। ধৃতের নাম তারিনি রায়। বাড়ি কালিয়াগঞ্জ থানার মহেশাডাঙ্গী এলাকায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বেকিডাঙা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারের একটি লাইন হোটেলে হানা দিয়ে ওই ব্যক্তিকে হাতে নাতে গ্রেপ্তার করে ইটাহারের পুলিস।