খড়্গপুরের শিল্প তালুক অর্থাৎ বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় এক অজ্ঞাত পরিচয়ে ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়েছিল বলে জানা গিয়েছে। কি কারনে মৃত্যু হল ওই ব্যক্তির তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও কোন গাড়ির ধাক্কায় মৃত্যু অথবা গাড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়ে থাকতে পারে ওই ব্যক্তির এমনটাই অনুমান করা হচ্ছে প্রাথমিকভাবে। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।