বিজেপির দু'নম্বর মন্ডলের উদ্যোগে পুরুলিয়া বিধানসভার ছররা গ্রামের ৩৬ নং বুথের সদস্যদের অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়া করা হলো আজ রাতে । উপস্থিত ছিলেন দু'নম্বর মন্ডলের সভাপতি, পুরুলিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, দু'নম্বর মন্ডলের সদস্য সহ ওই বুথের অন্যান্য কর্মকর্তারা ।