জয়পুর ব্লকের আনন্দনগর আনন্দমার্গের উদ্যোগে ডামরুঘুটু গ্রামে রবিবার অনুষ্ঠিত হল বাৎসরিক অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ নাম-সংকীর্তন। দিনভর চলে ধর্মীয় অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষে ‘ফুড ফর অল’-এর পক্ষ থেকে নর নারায়ণ সেবার মাধ্যমে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।