Kakdwip, South Twenty Four Parganas | Jun 20, 2025
লড নম্বর এইটের এক নম্বর জেটিঘাট থেকে ভেসেল পরিষেবা স্বাভাবিক হল দীর্ঘ তিন মাস পর তিন মাস ধরে এক নম্বর জেটিঘাটের মেরামতির কাজ চলছিল সেই কারণে চার নম্বর জেটিঘাট থেকে পারাপার করতে হতো গঙ্গাসাগরের কচুবেড়িয়া যাওয়ার জন্য যাত্রীদের ১৫ মিনিট বেশি সময় লাগলো এখন থেকে ১৫ মিনিট যাত্রীদের কম সময় লাগবে কচুবেড়িয়া ও লড নম্বর এইটে যাতায়াতের।