বাবুঘাটে আজ মহাষষ্ঠী থেকে দশমীর আনন্দধারা শেষ হলো এক আবেগঘন বিসর্জন অনুষ্ঠানে। আজ সকাল থেকেই গঙ্গার ঘাটে ঢল নামে ভক্ত ও দর্শনার্থীদের। হাজার হাজার মানুষের কণ্ঠে “বলো দুর্গা মাইকি জয়” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র পরিবেশ। গত কয়েক দিন ধরে উৎসবের আনন্দে ভাসলেও আজকের দিনে চোখে জল এসে যায়। একদিকে বিদায়বেলার বেদনা, অন্যদিকে আগামী বছরের আশার সুরে ভক্তরা দেবীকে প্রণাম জানিয়ে বিদায় জানান।