পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এবং আত্মা হবিবপুরের উদ্যোগে শুরু হলো চারদিনব্যাপী প্রাণিপালন পাঠশালা। হবিবপুর গ্রাম পঞ্চায়েতের অধীন করতালদিঘি গ্রামের কমিউনিটি হলে শুক্রবার আয়োজিত এই পাঠশালায় করতালদিঘি, রানাহাট ও ধুলাউরি গ্রামের ২৫ জন ছাগল পালক প্রশিক্ষণ প্রদান,প্রশিক্ষণের শুরুতে চাষীদের কাছ থেকে ছাগল পালনের প্রথাগত পদ্ধতি জানা হয়। এরপর তাদের জানানো হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মত পালনের কৌশল, যাতে তারা পার্থক্য বোঝতে পারেন এবং সঠিক পদ্ধতি প্রয়োগ করে