পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিধানসভার পূর্ববনূখা কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি বোর্ড নির্বাচন আগামী ২৬শে আগষ্ট। মোট আসন সংখ্যা ১৮টি,মোট ভোটার ৫৫৮জন।এই নির্বাচন উপলক্ষ্যে ১০০শতাংশ জয়ের লক্ষ্যে আজ ১৮টি আসনে মনোনয়ন পত্র জমা দিল BJP,অপর দিকে রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকেও ১৮টি আসনে জমা দিল তৃণমূল কংগ্রেস। এক সাক্ষাৎকারে BJP নেতা আশিষ মন্ডল বলেন এই সোসাইটি কে কো মায় পিছিয়ে দিয়েছে তৃণমূল। আমার ক্ষমতায় এসে এর হাল ফেরাবো এবং আইনানুগ ব্যবস্থা মধ্য দিয়ে গ্রাহকদের