কুকুরের আক্রমণে মৃত্যু হলো ৫ টি গবাদি পশুর।ঘটনা মানবাজার-২ নং ব্লকের বারী জাগদা অঞ্চলের পাটাপাহাড়ী গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায় রবিবার বিকেল নাগাদ পাটাপাহাড়ী গ্রামের বাউল সিং ও মন্টু মাহাতোর বাড়িতে একদল ক্ষিপ্ত কুকুরের দল আক্রমণ চালায় এবং ৫ টি ছাগলকে মেরে ফেলে।এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।