আদিবাসী কুড়মি সমাজের ডহরে করম আয়োজিত হল ঝালদা শহরে সোমবার রাত্রি নটা নাগাদ লক্ষ্য করা গেল। এদিন আদিবাসী কুরমি সমাজের ডহরে করম আয়োজিত হল পুরুলিয়া জেলার ঝালদা শহরে। ছটনাগপুর এলাকার ঐতিহ্যবাহী পরব করম পূজা। বিশেষ করে পুরুলিয়া ও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যায়। যাকে কেন্দ্র করে ডহরে করম পরব বিভিন্ন এলাকায় আয়োজিত হয়। যেখানে পারম্পরিক নাচ গান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়। সেই মতো সোমবার রাত্রে ঝালদা শহরে লক্ষ্য করা গেল। এই ডহরে করম প