প্রধানের বাড়ির ভেতরেই বসছে কমিউনিটি টয়লেট! প্রকাশ পেতেই শোরগোল এলাকায়,, সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি কমিউনিটি টয়লেট — আর সেটাই কিনা বসছে পঞ্চায়েত প্রধানের ব্যক্তিগত বাড়ির ভেতরে! ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ উঠতেই এলাকাজুড়ে শুরু হয়েছে প্রবল ক্ষোভ ও চাঞ্চল্য।গ্রামবাসীদের অভিযোগ, “কমিউনিটি টয়লেট মানে তো সবার জন্য। তাহলে সেটা কেন বাজারে নয়, স্বাস্থ্যকেন্দ্রে নয়, বা স্কুল-মাঠে নয়? কেন প্রধা