ঝোর পাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় BSF এর হাতে ধরা পড়লো এক বাংলাদেশি দম্পতি। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ধানতলা থানার ঝোরপাড়া সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় BSF জওয়ানরা খেয়াল করেন তারকাটা পেরিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছে এক দম্পতি। আর এর পরই BSF জওয়ানরা তাদের আটক করে ধানতলা পুলিশ এর হাতে তুলে দেয়। আর এর পরই বেআইনি ভাবে সীমান্ত পেরুনোর অভিযোগে ওই দম্পতিকে গ্রেফতার করে ধানতলা পুলিশ। শুক্রবার ধৃতদের রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা পুলিশ।