মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ বালুরঘাটে সাংবাদিক বৈঠক করলেন দক্ষিণ দিনাজপুরের ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। তিনি জানান, প্রেমের টানে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে গ্রেফতার হন বাংলাদেশের রোজিনা খাতুন (২৭)। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ডিএসপি বলেন, “আমরা ওই মহিলাকে আদালতে পেশ করেছি এবং ৬ দিনের পুলিশ হেফাজত চেয়েছি।”