একদা ডাকাতদের গ্রামেই এখন উমা আরাধনা ঘিরে জোর তৎপরতা শুরু হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ সেই দৃশ্য দেখা যায়। আউশগ্রামের জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম গোপালপুর উল্লাসপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়। আয়েজকদের দাবি, তাদের দুর্গা আউশগ্রামের সবথেকে বড়। কিন্তু তা আকাড়ে নয়, ঐতিহ্যে। কারণ মানুষ পুজোর মাধ্যমেই এখানকার পুজোর সূচনা হয়। অতীতে কৃষক, দেহজীবী, বৃহন্নলাদের পুজো করা হয়েছে।