ফের স্বামীর হাতে স্ত্রী খুন ময়নাগুড়িতে, ব্যাঙকান্দি এলাকায় খুনের রেস কাটতে না কাটতেই ফের খুন ময়নাগুড়ি ব্লকের রামসাই বাজার সংলগ্ন এলাকায় জানা যায়, রামসাই এলাকার প্রমিলা ওরাও স্বামী রাজকুমার ওরাও নামে এক দম্পতি গতকাল রাতভর করম পুজার অনুষ্ঠান শেষে ভোররাতে বাড়ি ফেরেন। এরপর থেকেই শুরু হয় দম্পতির মধ্যে বচসা, যা ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়। শেষমেশ সেই বিবাদ পরিণতি পায় খুনে। স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে স্বামী