গ্যাস সিলিন্ডারের ওভেন খোলা থাকার কারণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল গৃহবধূর। মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার সাওরা গ্রামের ঘটনা। মৃত গৃহবধুর নাম সখী ধীবর (২৫) মৃতের পরিবার সূত্রে জানা গেছে গত ২৮ দিন আগে গ্যাসে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের ওভেন খোলা থাকার কারণে আগুন জ্বলে যায় সেই আগুনে অগ্নিদগ্ধ হয় ওই গৃহবধূ। পরিবারের লোকজন তাকে প্রথম সিয়ান হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে রেফার করে পরের দিন Bmch নিয়ে চলে এলে চিকিৎসা চলাকালীন গতরাতে তার মৃত্যু হয়।