বৃহস্পতিবার বিকেল ৩ টে ৩০ মিনিটের সময় থেকে CIPM তেহট্ট দক্ষিণ এরিয়া কমিটির ডাকে,রাজনৈতিক ষড়যন্ত্র করে কানাইনগর গ্রাম পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে,এই অভিযোগে তেহট্ট ১ বিডিও কাছে জবাব চেয়ে,তেহট্ট ১ বিডিও অফিসে হল বিক্ষোভ ও প্রতিবাদ সভা। CPIM বিক্ষোভ ও প্রতিবাদ সভা বিকেল ৩ টে ৩০ মিনিটের সময় থেকে শুরু হযেছে চলবে সন্ধ্যা ৬ টার সময় পযর্ন্ত।