তপন হাইস্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের বিদ্যালয় প্রাঙ্গণে মোবাইল নিয়ে আসার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করল। আগামী সোমবার থেকে এই নিয়ম কার্যকর হবে বলে বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। বিদ্যালয় সূত্রে খবর, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছিল। ক্লাস চলাকালীন সময়ে গেম খেলা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা থেকে শুরু করে পড়াশোনায় অনীহা বাড়তে দেখা গিয়েছিল। এমনকি অনেক সময় ক্লাস ফাঁকি দিয়ে এই কাজে লিপ্ত হচ্ছিল পড়ুয়ারা