ধনিয়াখালীর মাকালপুর সর্বসাধারণ শারদ উৎসব কমিটির পরিচালনায় দুর্গাপুজো এ বছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল এ বছর তাদের পূজোর থিম কেরালার একটি মন্দিরের আদলে তৈরি মন্ডপ। আজ শনিবার রাত আটটা নাগাদ পূজা কমিটির কার্যকর্তারা জানান গতকাল এই দ্বিতীয় বছরের তাদের দুর্গাপুজোর শুভ উদ্বোধন করেছেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র এছারাও উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা এছাড়াও বারোয়ারী পূজা,,