পণ্ডিত রঘুনাথ মুরমু অল ইতুন অসরা উদ্বোধন হলো রবিবার বিকালে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে সাতগেছিয়াতে পন্ডিত রঘুনাথ মুরমু অল ঈতুন অসরার শুভ উদ্বোধন হলো।আদিবাসী ভাষার মাধ্যমে অলচিকি লিপির মাধ্যামের স্কুল। আদিবাসী সম্প্রদায়ের শিশুরা আদিবাসী ভাষায় লেখাপড়া করতে পারবেন স্কুলে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে স্কুলের উদ্বোধন। সাতগেছিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠান হল।