নয়ারহাট তদন্ত কেন্দ্রের ওসি হিমাদ্রী ঘোষ কে পুলিশ দিবসে সম্বর্ধনা তৃণমূল ছাত্র পরিষদের। সোমবার দুপুর দুটো নাগাদ এই সম্বর্ধনা প্রদান করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। প্রসঙ্গত আজ ১লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ দিবস। আর সারা বছর ধরে সমাজের হয়ে কাজ করেন পুলিশ কর্মীরা। তারই কারণে পুলিশ দিবসে সম্মাননা প্রদান করা হয় হিমাদ্রী ঘোষ কে। তৃণমূল ছাত্র পরিষদের নেতা অসীম বর্মন বলেন পুলিশ সমাজের বন্ধু। আর আজ পুলিশ দিবস সেই কারণে আজ তাঁকে সম্মাননা প্রদান করা হয়।