ছাত্র সংসদ নির্বাচন, নারী সুরক্ষা, দূর্নীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ একাধিক দাবিকে সামনে রেখে আগামী ১০ই সেপ্টেম্বর ঝাড়গ্রামের SDO অফিস অভিযান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। আগামী ১০ই সেপ্টেম্বরের দলীয় কর্মসূচি সফল করতে শনিবার বিকেলে মানিকপাড়াতে মানিকপাড়া নগর ইউনিটের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের নিয়ে আয়োজিত হলো প্রস্তুতি বৈঠক। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সংযোজক বাপি দাস, জেলা সোশ্যাল মিডিয়া প্রমুখ রাহুল সিনহা সহ অন্যান্যরা।