গাঠিয়া চা বাগানে দুর্ঘটনায় মৃত ৩ জনের বাড়ির পরিবারদের এককালীন দুলক্ষ টাকা করে দিল চাবাগান কতৃপক্ষ। এদিন বাগানের ম্যানেজার নবীন মিশ্র দুর্ঘটনায় মৃত মনীষা নাগাসিয়া, মনীষা খালকো সুন্দর মাঝির বাড়ির লোকের হাতে চেক তুলে দেন। মৃতরা প্রত্যেকেই খেরকাটা গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে দুজন একই পরিবারের। পাশাপাশি বাগানের পক্ষ থেকে স্বজন হারানো ওই দুস্থ পরিবারগুলিকে খাদ্য সামগ্রী সহ আরো নানা ধরনের প্রয়োজনীয় জিনিসপত্রও তুলে দেওয়া হয়।