ছাত্র যুব বিদ্রোহে অশান্ত ভারতের প্রতিবেশী দেশ নেপাল,সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞার পরেই অশান্তির আগুন ছড়াচ্ছে নেপালে। এই পরিস্থিতিতে নেপালে গিয়ে আটকা পড়েছেন ময়না প্রায় ৫ হাজার শ্রমিক। গরম ময়না গ্রামে মুন্না খান এর আকাশ আলী সহ কয়েক হাজার শ্রমিক নেপালের কাঠমান্ডুতে আছেন.তারা জানিয়েছেন নেপালে দোকানপাট বন্ধ গাড়ি-ঘোড়া বন্ধ, গাড়ি চললে দেশে ফিরতে চান উৎকণ্ঠের মধ্যে আছেন তারা।ভয়াবহ পরিস্থিতি নেপালে.