গোসবা ব্লকের কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের কুমিরমারী আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে ১২১, ১২৬,ও ১২৭নং বুথের পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকালে।এদিন পাড়ায় সমাধান কর্মসূচি উদ্বোধন করেন ক্যানিং মহকুমা শাসক মিঠুন বিশ্বাস উপস্থিত ছিলেন গোসাবার BDO বিশ্বরূপ বিশ্বাস, জয়েন্ট বিডিও বিধান মৃধা কুমিরমারী GP প্রধান শ্রাবনী মন্ডল ও উপ প্রধান দেবাশীষ মন্ডল,কুমিরমারী অঞ্চল তৃণমূলের সভাপতি অঙ্কন মন্ডল সহ কুমিরমারীGP এলাকার পঞ্চায়েত সদস্যরা।