কাউন্টডাউন শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাৎসব। তার আগে প্রতি বছরের মত এবছরেও ১৭ সেপ্টম্বর বিশ্বকর্মা পুজো। আর এই বিশ্বকর্মা পুজোকে ঘিরে মৃৎ শিল্পিদের মন খারাপ কারন হাওড়ার আন্দুলে প্রসস্থতে গিয়ে দেখা গেল হাতে গোনা কয়েকটি বিশ্বকর্মার মূর্তি। শিল্পিরা জানান হাওড়ায় ব্যাবসা বাণিজ্যের হাল খুবই খারাপ। বেশির ভাগ কল কারখানা বন্ধ থাকার ফলে বহু কারখানায় পুজো বন্ধ। আর যে সমস্ত কল কারখানা ধুঁকছে তারা কোন রকমে ঘটে পুজো সারবেন বলে জানা যায়।