গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক বৃদ্ধ মাছ ব্যবসায়ী। মৃতের নাম নিরঞ্জন হালদার(৭২)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার চকভবানী মালোপাড়া এলাকায়। সোমবার সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই বৃদ্ধ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। এদিন দুপর একটায় পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। কি কারণে ওই বৃদ্ধ আত্মঘাতী হল তা নিয়ে ধন্দে পরিবার পরিজন। তদন্তে বালুরঘাট থানার পুলিশ।