কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ বাসরা নিরঞ্জন ঘাটে শুক্রবার প্রতিমা বিসর্জন করা হল।ডুয়ার্সের মধ্যে অন্যতম প্রাচীন ঘাট বাসরা ঘাট। ডুয়ার্সের কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে পুজো কমিটির প্রতিমা নিরঞ্জন করে এই ঘাটে। প্রতি বছর এলাকার চা বাগান ও বিভিন্ন এলাকা থেকে কয়েকশো পূজা কমিটি মা দূর্গা বিসর্জন করতে এই ঘাটে আসেন। এ বছরও এখানে মা দুর্গার কয়েকশো প্রতিমা বিসর্জন করা হয়েছে। বিসর্জন কে কেন্দ্র করে এদিন ঘাটে কয়েকশো মানুষের সমাগম লক্ষ্য করা যায়।