গোপন সূত্রে খবর পেয়ে বিপুল অংকের জালনোট উদ্ধার করল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাড়ির পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে। সোমবার দুপুর তিনটে নাগাদ তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। জানা গেছে গতকাল রাতে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাড়ির পুলিশ মোজমপুর ব্রিজের কাছে শাহবাজপুর এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে মজিবুর শেখ এবং সুকমান শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় পাঁচ লক্ষ টাকার জালনোট।