টোটোর ধাক্কায় আহত মোটরবাইক আরোহী মহিলা। আহতের নাম মাবিয়া বিবি বয়স ৫৪ বছর।ঘটনাটি ঘটেছে বুধবার রাত দশটা নাগাদ হাড়োয়া-দেগঙ্গা রোডের পন্ডিতপোল এলাকায়।পরিবার সূত্রে জানা যায় পরিবারের সদস্যদের সঙ্গে মোটরবাইকে চেপে যাচ্ছিলেন মাবিয়া বিবি। পন্ডিতপোল এলাকায় একটি টোটোর সাথে মোটরবাইকের সংঘর্ষ ঘটে।ঘটনায় গুরুতর আহত হয় ওই মহিলা। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে।