গঙ্গার তীব্র ভঙ্গন এসব কিছুই শেষ হয়ে গেল কেশরপুরে। সকালে তলিয়ে যায় প্রাচীন বটগাছ এবং বেলা বাড়ার সাথে নিশ্চিহ্ন হয়ে গেল মন্দির। ভগবানের প্রাচীন মন্দিরটিও তলিয়ে যাওয়াই এলাকাবাসীর মধ্যে আরও আতঙ্ক বেড়েছে। এ বছরের গঙ্গায় প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে যে হারে ভাঙ্গন হয়েছে তাতে আগামী দিন বড় বিপদের মুখে পড়বে ভূতনির মানুষ এমনটাই আশঙ্কা করা হচ্ছে। প্রাচীন এলাকার ঐতিহ্য হিসেবে পরিচিত ছিল এই মন্দির বটগাছ সবই এখন গঙ্গা গিলে খেলো। এলাকা ছেড়ে পালাচ্ছে।