হলদিয়া ও মহিষাদল বিধানসভা স্বসহায়ক দলে মহিলাদের হাতে অর্থ তুলে দেওয়া হয় SBI পক্ষ থেকে হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়াম হলে।প্রায় ৮২ টি দল কে প্রায় ৮ কোটি টাকা লোন দেওয়া হয় তাদের হাতে চেক তুলে দেওয়া হয় এস বি আই ব্যাঙ্কের পক্ষ থেকে। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শুরু হয় চলে দুপুর ২. ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠান।প্রায় ৮২ টি স্বসহায়ক দলের মহিলাদের হাতে চেক তুলে দেওয়া হয়।কোন দল পোল্ট্রি ফার্ম, জামা কাপড়ের ব্যাবসা,টেলারিং,জুয়েলারি,পশুপালন করে থাকে।