দলনেত্রীর নির্দেশ পেলে দু’সেকেন্ডের মধ্যে কাল কেউটের মতো ছোবল দিয়ে মেরে ফেলার হুঁশিয়ারি দিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র জয়া দত্ত। দ্বরিয়াপুরে আউশগ্রাম-১ ব্লক তৃণমূলের ডাকে আয়োজিত বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে বুধবার আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ এমনই বিস্ফোরক মন্তব্য করেন জয়া। তিনি বলেন, আমরা বলেছিলাম বদলা নয় বদল চায়। কিন্তু দিদি যদি নির্দেশ দেয়, বিজেপি একটা লাঠি তুললে তোমরা দশটা লাঠি তুলবো। একটা চোখ রাঙালে, দশটা চোখ রাঙাবো।