আসানসোল পুলিশ দিবস উপলক্ষে পথ চলতি বাইক আরোহীদের হেলমেট বিতরণ এবং পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা প্রচার, উপস্থিত DCP ট্রাফিক গত ১তারিখ থেকে আগামী ৭তারিখ পর্যন্ত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পুলিশ দিবস পালন করা হচ্ছে। সে মতে আসানসোল দুর্গাপূর পুলিশ কমিশনারেট সমস্ত থানা ফাঁড়ি এবং ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে এক সপ্তাহ ব্যাপী দিনটি পালন করা হচ্ছে। সে দৃশ্য দেখা মিললো আজ দুপুর ২টায় আসানসোলের ভগৎ সিং মোড়ে পুলিশ দিবস উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনা