শুক্রবার নবি দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় আলিপুরদুয়ার -১ ব্লকে শিক্ষক দিবস পালনের তেমন হিড়িক দেখা যায়নি।কয়েকটি স্কুলে অনুষ্ঠান দেখা যায়।যেমন অভিনব ভাবে শিক্ষক দিবস পালন করা হয় ব্লকের পূর্ব চকোয়াখেতি প্রাথমিক বিদ্যালয়ের।স্কুল কর্তৃপক্ষ জানায় জীবনের প্রথম শিক্ষাগুরু হলো না।সেজন্যই ছাত্র ছাত্রীদের দিয়ে মায়েদের সংর্বধনা দেওয়া হয়।ওই স্কুলের ছাত্র ছাত্রীরাই মায়েদের সংর্বধনা দেন।