বাড়িতে ধানের পিছনে কৃষিজ যন্ত্র লুকিয়ে রেখে পরবর্তী সময় তা ফেরিওয়ালার কাছে বিক্রি করে ধরা পরল তৃণমূল নেতা। ঘটনাটি এদিন রবিবার কাটোয়া দু'নম্বর ব্লকের মুলটি গ্রামে । জানা গিয়েছে সরকার থেকে দেওয়া কৃষকদের জন্য পাট নিরানোর যন্ত্র দেয়া হয়েছিল কাটোয়া দু'নম্বর ব্লকের প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ কুরবান মির্জা কে। এই যন্ত্র কৃষকদের না দিয়ে বাড়িতেই রেখে দিয়েছিলেন তিনি। এলাকার কৃষকদের অভিযোগ তাদেরকে দেওয়া হয়নি।