ঘটনাটি মঙ্গলবার ধলপল ২ গ্রাম পঞ্চায়েতের ছাট চিলাখানা ২ এলাকার ঘটনা। জানাগেছে ঐ এলাকায় ৩৯০ মিটার রাস্তার কাজ শুরু হয়েছে। অভিযোগ অত্যন্ত নিম্ন মানের কাজ করা হচ্ছে। সিডিউল মেনে কাজ হচ্ছে না।ঠিকাদার সংস্থাটি নিজের মর্জি মত কাজ করছেন। বাধ্য হয়ে গ্রাম বাসীরা একত্রিত হয়ে আজ কাজ বন্ধ করে দিলেন ।