রবিবার বদরপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক একত্রীকরণের আয়োজন। এতে উপস্থিত ছিলেন RSS-র শ্রীভূমি জেলার বৌদ্ধিক প্রমুখ অরুনাভ নাথ। এদিন এই একত্রীকরনে নিযুদ্ধ,দন্ড,আসন,সামুয়িক সমতা,ব্যায়ামযোগ সহ সংঘের ঘোষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তারপর সংঘের প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়। তাছাড়া এতে উপস্থিত ছিলেন RSS-র বদরপুর নগরের সংঘচালক শিবপ্রসাদ নাথ,নগর কার্যবাহ নয়ন মনি মুহুরি সহ অন্যান্যরা।