প্রজাপিতা ব্রহ্মকুমারীর উদ্যোগে রাজযোগিনী দাদী প্রকাশ মানি জি র স্মরণে শনিবার রায়গঞ্জের ক্যারিটাস হলে শুরু হলো মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প। এদিনের এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন বিধায়ক প্রশ্ন কল্যাণী রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, আন্তর্জাতিক স্তরের সম্মানিত রায়গঞ্জের বিশিষ্ট রক্তদাতা সুব্রত সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন স্বেচ্ছায় প্রচুর মানুষ রক্ত দিতে এগিয়ে আসেন।