Canning 1, South Twenty Four Parganas | Sep 12, 2025
কয়েকদিন আগে ক্যানিংয়ের তালদি বাজার সংলগ্ন এলাকায় চোর সন্দেহে শেখ জামিরউদ্দিন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এই মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপান উতর তৈরি হয় এলাকায়। নওসাদ সিদ্দিকি পরেশকে কটাক্ষ করেন। মৃতের পরিবারের সাথে দেখা না করে নিজে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার নাটক করছেন পরেশ বলে কটাক্ষ করেন নওসাদ। নওসাদের এই বক্তব্যের প্রতিবাদ করেন পরেশ। পাল্টা নওসাদকে চ্যালঞ্জ করেন পরেশ এ বিষয়ে প্রমাণ দেখানোর। বৃহস্পতিবার রাতে সমাজ মাধ্যমে এ বিষয়ে ক্ষমা চেয়ে নেন