রবিবার শীতলকুচি ব্লকের ফুলবাড়ির চৌপতি এলাকায় ফুলবাড়ী চৌপথের 73 তম দুর্গাপূজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এদিন এই দুর্গাপূজার শুভ উদ্বোধন করেন শীতলকুচির বিশিষ্ট সমাজসেবী কল্পনা গুহ। এদিন ফিতা কাটার মধ্য দিয়ে পূজা কমিটির সদস্যদের উপস্থিতিতে ফুলবাড়ী চৌপতির 73 তম দুর্গাপূজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মন্ডপের জাঁকজমক না থাকলেও নিয়ম ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘ 73 বছর ধরে এই দুর্গাপূজা হয়ে আসছে।