ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন ও শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার কীর্ণাহারের সারদাপল্লী তে বিশিষ্ট শিক্ষক অরুণ কুমার রায়ের বাড়িতেই স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। ওই শিবিরে ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। "এই শিক্ষক দিবসে শুধুমাত্র রক্তদান জীবন দানই নয়!বৃক্ষ চারা তুলে দিয়ে গাছ লাগান প্রাণ বাঁচানোর বার্তাও দেওয়া হয়।"তবে শিক্ষক দিবসের দিনেই শিক্ষকের বাড়িতেই পড়ুয়াদের।