একশো দিনের কাজ চালু সহ বিভিন্ন দাবি নিয়ে বৃহষ্পতিবার আলিপুরদুয়ার -১ ব্লকের শালকুমারহাটে পথ অবরোধ করে CPIM। এদিন বিকেল চারটা পর্যন্ত পথ অবরোধ চলে।অন্যদিকে শালকুমার -২ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি ডেপুটেশনও দেওয়া হয়।CPIM এর পক্ষ থেকে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অভিযান করা হচ্ছে ওই দাবিতে।