সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান খোলার বিরুদ্ধে মদ বিরোধী নাগরিক সভা করলেন ১১২ কুচলিবাড়ি এলাকার মহিলারা। মদের ভাটিখানা খোলার বিরুদ্ধে ইতিমধ্যেই তারা আন্দোলনের নেমেছিলেন। শনিবার বিকেলে তারা আবার মদের দোকান খোলার বিরুদ্ধে আন্দোলনকে শক্তিশালী করতে গড়ে তোলেন মদ বিরোধী মহিলা নাগরিক সংগ্রাম কমিটি। এদিন মিটিংয়ে সর্বসম্মতিক্রমে রিতা রায় এবং দিপালী রায়কে সভাপতি এবং সহ সভাপতি নির্বাচিত করে একটি কমেটি গঠন করা হয়।